১০ ফেব্রুয়ারী মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সীন ম্যাকের্ম্যাক বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী রাইস রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেয়ী লাভরোভের সঙ্গে ফোনালাপ করেছেন। তাতে রাইস রাশিয়া সরকারের কাছে হামাসের সঙ্গে আপোস না করার দাবি জানিয়েছেন।
ম্যাকোর্ম্যাক বলেছেন, রাইস ও লাভরোভ রাশিয়া হামাস নেতাদের রাশিয়া সফরের আমন্ত্রণ জানানোর প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতিশ্রুতি পেয়েছে: রাশিয়ার নেতারা যদি হামাসের নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেন, তাহলে হামাসের কাছে একটি খুবই স্পষ্ট আর দৃঢ় তথ্য পাঠাবে। এ প্রতিশ্রুতি হচ্ছে হামাসকে আন্তর্জাতিক সমর্থন পাবার জন্যে তার বর্তমান অধিষ্ঠান পরিবর্তন করতে হবে। তিনি বলেছেন, বর্তমান রাশিয়া হামাসের সঙ্গে সাক্ষাতের সময় ও কার সঙ্গে সাক্ষাত্ হবে এ সব বিষয় স্থির করে নি।
|