১০ ফেব্রুয়ারী চীনের রাষ্ট্রীয় পরিষদের তিন গিরিখাত প্রকল্প কমিটির ভাইস চেয়ারম্যান ফু হাই ছিং ছুং ছিংয়ে বলেছেন , ২০০৩ সালে জলাধারভিত্তিক বন্যা প্রতিরোধ , নৌপরিবহন আর বিদ্যুত উত্পাদন--এই তিনটি লক্ষ্য বাস্তবায়িত হওয়ার পর থেকে তিনগিরিখাত প্রকল্পক্রমেই আরো বিরাট ভুমিকা নিচ্ছে ।
তিনি আরো বলেছেন , তিনগিরিখাত প্রকল্পের বন্যা প্রতিরোধ , বিদ্যুত উত্পাদন ও নৌচলাচলের ভূমিকা ক্রমেই বাড়ছে । ২০০৪ সালে বন্যার সময় তিনগিরিখাত প্রকল্প ইয়াংসি নদীর মধ্য ও নিম্ন অববাহিকার বন্যা পরিস্থিতি প্রশমিত করেছিল , এই প্রকল্পের বিদ্যুত কেন্দ্র ইতিমধ্যে এক শ' বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুত উত্পাদন করেছে , এর কল্যানে কল্যানে আশেপাশের বিদ্যুত ঘাটতি অনেক কমেছে । তিনগিরিখাত প্রকল্প অঞ্চলের নৌপরিবহনের ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে । প্রকল্প অঞ্চলের অধিবাসীদের অন্য জায়গায় স্থানান্তরিত করার কাজ সুষ্ঠুভাবে চলছে , পরিবেশ রক্ষার কাজেও প্রাথমিক সাফল্য অর্জিত হয়েছে ।
|