|
|
(GMT+08:00)
2006-02-11 18:12:47
|
|
বিংশতিতম শীতকালীন ওলিম্পিক গেম্স ইতালিতে উদ্বোধন
cri
বিংশতিতম শীতকালীন ওলিম্পিক গেম্স স্থানীয় সময় ১০ ফেব্রুয়ারী সন্ধ্যায় ইতালির টুরিন শহরের ওলিম্পিক স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে ।
চিত্তাকর্ষক সাংস্কৃতিক পরিবেশনা ও আতসবাজি পোড়ানোর পর বর্তমান শীতকালীন ওলিম্পিক গেম্সে অংশ নেয়া ৮৪টি দেশ ও অঞ্চলের আড়াই হাজার ক্রিড়াবিদস্টেডিয়ামে প্রবেশ করেন । গতবারের শীতকালীন ওলিম্পিক গেম্সের শর্টট্র্যাকস্পীড স্কেটিংয়েদুটি স্বর্ণপদক বিজয়ী ইয়াং ইয়াং ও চীনের প্রতিনিধি দলের অন্যান্য সদস্য স্টেডিয়ামে প্রবেশ করার সময় দর্শকরা হাততালি দিয়ে আন্তরিক সম্বর্ধনা জানিয়েছেন । আন্তর্জাতিক ওলিম্পিক গেম্সের চেয়ারম্যান রোগ তার ভাষণে বর্তমান শীতকালীন ওলিম্পিক গেমসের প্রস্তুতির জন্য ইতালীয় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন এবং বর্তমান গেম্সের সাফল্য কামনা করেছেন ।
স্টেডিয়ামের ৬০ হাজার দর্শকের হর্ষধ্বনির মধ্যে ইতালির প্রেসিডেন্ট কারলো সিয়াম্পি বিংশতিতম শীতকালীন গেম্সের উদ্বোধন ঘোষনা করেছেন । স্টেডিয়ামের মশাল জ্বালানোর পর ইতালির বিখ্যাত শিল্পী পাভারোটি সংগীত পরিবেশন করেছেন ।
বর্তমান শীতকালীন ওলিম্পিক গেম্সে নয়টি ইভেন্টে মোট ৮৫টি স্বর্ণপদক বিতরণ করা হবে । চীনের ক্রীড়াবিদরা শর্টট্র্যাক স্পীড স্কেটিং , স্পীড স্কেটিং , ফিগার স্কেটিং আর ফ্রী স্টাইল স্কি প্রভৃতি ইভেন্টে স্বর্ণপদক পাওয়ার চেষ্টা করবেন ।
|
|
|