সম্প্রতি বৃটেন শিশু ত্রাণ সমিতি চীনের সিনচিয়াংয়ের দুর্গতআলতা পশু পালন এলাকাকে ৭ লক্ষ ইউয়ান মূল্যের ত্রাণ সামগ্রী দান করেছে ।
গত ডিসেম্বর মাসের শেষ দিক থেকে এ পর্যন্ত চীনের সিনচিয়াং আলতা এলাকায় পরপর দু'বার প্রবল তুষারপাত ও শৈত্য প্রবাহ হওয়ায় তাপমাত্রা বিপুল পরিমানে হ্রাস পায় । কোনো কোনো জায়গার তুষারের ঘনত্ব ৪০ সেন্টিমিটার এবং নিম্নতম তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রিসেন্টিগ্রেডে নেমেছে । যার ফলে কোনো কোনো এলাকা তুষার দুর্যোগ হয়েছে এবং আংশিক পশুপালক ও গবাদিপশু তুষারে আটক রয়েছে ।
জানা গেছে , জানুয়ারী মাসের মাঝামাঝি সময়ে শিশু ত্রান সমিতিটি দুর্গতআলতা এলাকাকে এক লক্ষ ইউয়ান মূল্যের শীতের কাপড় ও জ্বালানী উপাদান দিয়েছে । চীনের বসন্ত উত্সব চলাকালে সমিতিটি আবার আলতা এলাকাকে দ্বিতীয় কিস্তির ত্রান সামগ্রী এবং কর্মগ্রুপ পাঠিয়েছে ।
|