৮ ফেব্রুয়ারী নাইজেরিয়ার উত্তরাঞ্চলে আফ্রিকার প্রথম এইচ-৫-এন-১ বার্ডফ্লু রোগী সনাক্ত হওয়ার পর কিছু আফ্রিকান দেশ পরপর জরুরী ব্যবস্থা গ্রহণ করছে । যাতে বার্ডফ্লু রোগের বিস্তার রোধ করা যায় ।
নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলের প্রতিবেশী দেশ বেনিন নাইজেরিয়া থেকে হাঁসমুরগী এবং হাঁসমুরগীজাত দ্রব্য আমদানি নিষিদ্ধকরার কথা ঘোষণা করেছে এবং মৃত হাঁসমুরগী বা বন্য পাখী সনাক্ত হওয়ার পর তাত্ক্ষণিকভাবে স্থানীয় স্বাস্থ্য কোয়ারান্টাইন বিভাগকে খবর দেয়ার জন্যে জনসাধারণের কাছে অনুরোধ করেছে ।
নাইজার সরকার শুধু নাইজেরিয়া থেকে হাঁসমুরগী বা হাঁসমুরগীজাত দ্রব্য আমদানি নিষিদ্ধ করেছে তা নয় , বরং কয়েক মাস আগে নাইজেরিয়া থেকে আমদানিকৃত অনুরূপ দ্রব্য বিক্রিও নিষেধ করেছে এবং জরুরী অবস্থামোকাবেলা গ্রুপ গঠন করেছে ।
পশ্চিম আফ্রিকার মওরিতানিয়া ও মধ্য আফ্রিকার গ্যাবন ও নাইজেরিয়ার হাঁসমুরগীজাত দ্রব্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে । গ্যাবনের স্বাস্থ্য মন্ত্রনালয় এ সপ্তাহ থেকে যাবতীয় চিকিত্সকদের প্রশিক্ষণ দেয়ার কথা ঘোষণা করেছে ।
একই সময়ে প্যারিসস্থ সদরদপ্তরে বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা ৯ ফেব্রুয়ারী বিজ্ঞপ্তিতে নাইজেরিয়ায় বার্ডফ্লু রোগ দেখা দেয়ার জন্যে উদ্বেগ প্রকাশ করেছে । সংস্থাটির ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বিশেষজ্ঞ গ্রুপ জরুরীভাবে বার্ডফ্লুকবলিত এলাকায় গিয়ে প্রকৌশলগত প্রস্তাব পেশ করে ।
|