চীনের জাতীয় সমুদ্র ব্যুরো সম্প্রতি "২০০৫ সাল চীনের মেরু অভিযান রিপোর্ট" প্রকাশ করেছে। তা হলো চীনের বৈজ্ঞানিকরা মেরু অঞ্চলে তত্ত্বাবধান তত্পরতা শুরু করার ২০ বছরের মধ্যে প্রথম রিপোর্ট।
রেপোর্টে সার্বিকভাবে ২০০৫ সালে চীনা বৈজ্ঞানিকরা মেরু অঞ্চলের তত্ত্বাবধান তত্পরতা ও অর্জিত সাফল্য ইত্যাদি বিষয়ে বলা হয়েছে। সঙ্গে সঙ্গে রিপোর্টে বিংশ শতাব্দীর ৮০এর দশক থেকে শুরু হওয়া চীনের মেরু অভিযান তত্পরতার উপসংহার টানা হয়েছে।
উল্লেখ্য, গত বছর পর্যন্ত চীন মোট ২২ বার দক্ষিণ মেরু অঞ্চলের বৈজ্ঞানিক অভিযান তত্পরতা চালিয়েছে। মোট ৩ হাজারেরও বেশী ব্যক্তি এসব তত্পরতায় অংশ নিয়েছিলেন।
জানা গেছে, এখন থেকে চীন প্রতি বছরে একবার মেরু তত্ত্বাবধান রিপোর্ট প্রকাশ করবে।
|