জাতিসংঘ মহাসচিব কফি আনান ৯ ফেব্রুয়ারী নিউইয়র্ক সদরদপ্তরে সংবাদমাধ্যমকে বলেছেন , কিছু দেশের সরকার ব্যঙ্গচিত্র ঘটনার অজুহাতে যে সহিংস তত্পরতায় প্ররোচনা দিয়েছে এপর্যন্ত তার কোনো প্রমাণ পাওয়া যায়নি ।
তিনি বলেছেন , ঘটনাটি ইসলামি বিশ্বে ব্যাপক প্রতিবাদ জাগিয়ে তুলেছে এমন কি সহিংস তত্পরতাও সৃষ্টি হয়েছে । বর্তমানের উত্তেজনাসংকুল পরিস্থিতি প্রশমিত করার জন্যে আন্তর্জাতিক সমাজের আরও বেশী পদক্ষেপ নেওয়া দরকার । আনান উল্লেখ করেছেন যে , প্রতিবাদীদের সহিংস তত্পরতা চালানো উচিত নয়, সহিংস তত্পরতা নিন্দিত হওয়া উচিত । কিন্তু কিছু দেশের সংবাদমাধ্যম এখনো প্রাসঙ্গিক ব্যঙ্গচিত্রপ্রকাশ করছে বলে তাদের এই আচরণ কে বোঝা কঠিন । তাদের এই প্ররোচনামূলক তত্পরতা যেন "আগুণে আরও ঘি ঢালছে " । তিনি জোর দিয়ে বলেছেন , বাক স্বাধীনতাকে দায়িত্ব ও প্রয়োজনীয় বিবেচনার সঙ্গে সঙ্গতিপূর্ণহতে হবে ।
একই দিন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েনলোং বলেছেন , মুসলিম জনসাধারণের ধর্মীয় মনোভাবের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত এবং দায়িত্বশীল মনোভাব নিয়ে বাক স্বাধীনতা পালন করা উচিত ।
|