উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র ৯ ফেব্রুয়ারী পিংইয়ংয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তার কোরিয়া নীতি পরিবর্তন করার দাবী জানিয়েছেন এবং বলেছেন যে , নইলে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবেকোরীয়উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধান করা কঠিন হবে ।
কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থারএক প্রশ্নের উত্তরে মুখপাত্রটি বলেছেন , সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তারা বেশ কয়েকবার বলেছেন , যুক্তরাষ্ট্রেরস্বার্থ ও মুদ্রা রক্ষার জন্যে যুক্তরাষ্ট্র কোরিয়ার উপর আর্থিকশাস্তি জারি করেছে , এটা ছ'পক্ষীয় বৈঠকের সঙ্গে কোনো সম্পর্ক নেই । যুক্তরাষ্ট্রের নিজের স্বার্থ ও মুদ্রা রক্ষাকরা সম্পর্কে কোরিয়া ভিন্নমত পোষণ করে না । কিন্তু সমস্যা হল এই যে , যুক্তরাষ্ট্র বিষয়টির অজুহাতে কোরিয়ার ব্যবস্থার বিরোধিতা করছে ।
মুখপাত্রটি বলেছেন , কোরিয়া যে মুদ্রা নকল করছে এবং মানি লন্ডারিং করছে তার কোনো প্রমাণ যুক্তরাষ্ট্র দেখাতে পারেনি বরং কোরিয়ার উপর অবৈধভাবে আর্থিকশাস্তি জারি করেছে । যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হল কোরিয়াকে নিঃসংগ ও অবরোধ করা এবং কোরিয়াকে "সর্বপ্রথমেপারমানবিক অস্ত্র পরিত্যাগ" করতে বাধ্য করা । এটা গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত চতুর্থ দফা ৬ পক্ষীয় বৈঠকে গৃহীত " যুক্ত বিবৃতি" লংঘন করেছে । তিনি আরও বলেছেন , কোরীয় উপদ্বীপে পারমাণবিক অস্তমুক্তকরণ বাস্তবায়ণ করার প্রধান বিষয় হল কোরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করা এবং কোরিয়ার সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করা ।
|