চীনের স্বাস্থ্য মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা ১০ ফেব্রুয়ারী বলেছেন , রোগে মারা যাওয়া হাঁসমুরগীতে পরিবেশ দুষিত হওয়া মানুষের বার্ডফ্লু রোগে আক্রান্ত হওয়ার একটি কারণ ।
চীনের স্বাস্থ্য মন্ত্রনালয়ের তথ্যবিভাগের মুখপাত্র মাও ছুনআন এক তথ্য জ্ঞাপন সভায় বলেছেন , চীনে যে বার্ডফ্লু রোগী চিহ্নিত হয়েছে তার মধ্যে কয়েকটি যে অঞ্চলে সনাক্ত হয়েছে সে অঞ্চলে কোনো পশু বার্ডফ্লুরোগে আক্রান্ত হয়নি । বিশেষজ্ঞরা মনে করেন যে , বার্ডফ্লুর ভাইরাসে মৃত্যুহওয়া হাঁসমুরগী পরিবেশ দুষণ করা মানুষের বার্ডফ্লু রোগে আক্রান্ত হওয়ার একটি কারণ ।
তিনি উল্লেখ করেছেন , চীনের কিছু কিছু এলাকার চিকিত্সা ব্যবস্থার কারণে দেরীতে রোগী সনাক্ত এবং সময়োচিতভাবে চিকিত্সা না পাওয়ায় চীনে বার্ডফ্লু রোগীর মৃত্যু-হার বিশ্বের গড়পরতা হারের চেয়ে বেশী ।
|