চীনের বিভিন্ন শহরের কমিউনিটিগুলোতে ছোট আকারের চিকিত্সালয় স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে যাতে শহরের নাগরিকদের জন্যে কম খরচের এবং সুবিধাজনক ও দ্রুত চিকিত্সা পরিসেবা যুগিয়ে দেয়া যায় ।
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মাও ছূয়েন আন ১০ ফেব্রুয়ারী পেইচিংয়ে বলেছেন , কমিউনিটিভিত্তিক চিকিত্সালয় নাগরিকদের জন্যে সুবিধাজনক ও দ্রুত চিকিত্সা পরিসেবার সুযোগ দিতে পারে এবং এর জন্যে খরচ বরং বড় হাসপাতালের চেয়ে কম । এ পর্যন্ত সারা দেশের অধিকাংশ শহরে এই রকম দশ হাজারেরও বেশি চিকিত্সালয় স্থাপন করা হয়েছে এবং এই সব চিকিত্সালয়ের জন্যে বিপুল সংখ্যক চিকিত্সা কর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে ।
|