জাতিসংঘ মহাসচিব কফি আনান ৯ ফেব্রুয়ারী বলেছেন , তিনি আশা করেন ফিলিস্তিনের হামাস আন্তর্জাতিক সমাজের প্রস্তাব গ্রহণ করে হিংসাত্মক তত্পরাতা ছেড়ে দেবে এবং ইসরাইলের অস্তিত্ব স্বীকার করবে , যাতে একটি সশস্ত্র সংস্থা থেকে একটি পার্টিতে পরিণত হতে পারে ।
সেদিন নিউয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আনান সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে বলেছেন , যদিও হামাস নির্বাচনে বিজয় লাভ করেছে , তবে এখনও নতুন সরকার গঠন করে নি । তিনি আশা করেন তিন মাসের অন্তর্বর্তীকালীন সময়ে মন দিয়ে আন্তর্জাতিক সমাজের প্রস্তাব শুনবে এবং সক্রিয়ভাবে তা বিবেচনা করবে , অবশেষে ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থা ও সংশ্লিষ্ট পক্ষের স্বাক্ষরিত চুক্তি গ্রহণ করবে এবং দু'টি দেশ স্থাপন করার উপায়ে ফিলিস্তিন ও ইসরাইলের সংঘর্ষ সমাধানের নীতি গ্রহণ করবে ।
একইদিন , মার্কিন প্রেসিডেন্ট বুশ ও জার্মানীর চ্যান্সেলর এনজেলা মার্কেল টেলিফোন যোগে কথাবার্তা বলেছেন । ফোনে দু'পক্ষ জোর দিয়ে বলেছে যে , হামাসের উচিত অস্ত্র ছেড়ে দেয়া এবং ইসরাইলের অস্তিত্ব স্বীকার করা ।
|