জাতিসংঘ মহাসচিব কফি আনান ৯ ফেব্রুয়ারী সংশ্লিষ্ট পক্ষের প্রতি ইরানের পারমাণবিক সমস্যার ব্যাপারে সংযম বজায় রাখা এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার আহ্বান জানিয়েছেন ।
সেদিন নিউয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আনান বলেছেন , যদিও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্বাহী পরিষদ ইরানের পরমাণু সমস্যা নিরাপত্তা পরিষদে দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে , তথাপি ইরান ও ই-ইউ মনে করে দু'পক্ষের আলোচনা শেষ নয় , দু'পক্ষ অব্যাহতভাবে আলোচনা করতে ইচ্ছুক । আনান বিভিন্ন পক্ষের প্রতি সংযম বজায় রাখা এবং সতর্কভাবে রাশিয়ার প্রস্তাব বিবেচনা করার আহ্বানও জানিয়েছেন , যাতে বর্তমানের সংকট সমাধান করা যায় ।
একইদিন , রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্য-প্রাচ্য সমস্যা বিষয়ক বিশেষ দূত আলেক্সান্দর কালুগিন বলেছেন , ইরানের পরমাণু সমস্যায় রাশিয়া ইরানের সঙ্গে সংলাপ করা সমর্থন করে ।
|