আগামী ১৫ বছরে চীনের জনসংখ্যা নিয়মন্ত্রণের লক্ষ্যবস্তু হলো জনসংখ্যা ১.৫ বিলিয়নের নিচে রাখা।
চীনের রাষ্ট্রীয় পরিষদ ৯ ফেব্রুয়ারি "চীন মধ্যম ও দীর্ষ মেয়াদি বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন পরিকল্পনা ২০০৬-২০২০" প্রকাশ করেছে। এই পরিকল্পনায় মানব ও স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নের নীতি নির্ধারিত হয়েছে। তা হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ করা এবং জনসংখ্যার গুনগতমান উন্নত করা।
পরিকল্পনায় বলা হয়েছে, চীন জন্ম তত্ত্বাবধান ও প্রজনন স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রের প্রযুক্তি উন্নয়ন করবে এবং প্রজনন ওষুধ, যন্ত্রপাতি ও পণ্যদ্রবের গবেষনায় গুরুত্ব দেবে। যাতে জনসংখ্যা ১.৫ বিলিয়নে সীমিতা রাখা যায় এবং জন্ম বিকলাঙ্গের হার ৩ শতাংশের নিচে বজায় রাখার জন্য কার্যকর বৈজ্ঞানিক প্রযুক্তিগত ভিত্তি যুগিয়ে দেওয়া যায়।
|