v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-02-09 21:36:04    
১০ ফেব্রুয়ারি

cri
    ** চি ফেং ফেই-এর মৃত্যু

    ২০০০ সালের ১০ ফেব্রুয়ারি চি চি ফেং ফেই পেইচিংয়ে মারা যান, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯১ বছর।

    চি ফেং ফেই পরপর জার্মানি গনতান্ত্রিক প্রজাতন্ত্রস্থ চীনের দূত গ্রুপের রাষ্ট্রদূত ও নেতা , জার্মানি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে নিযুক্ত চীনের প্রথম রাষ্ট্রদূত, চীনের উপপররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন । ১৯৭৯ সালের পর তিনি চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগমন্ত্রী, রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী ও মহাসচিব ছিলেন। রাষ্ট্রীয় পরিষদের হংকং ,ম্যাকাও কার্যালয়ের মহা পরিচালক আর চীন গণপ্রজাতন্ত্রের হংকং বিশেষ প্রশাসন অঞ্চলের মৌলিক আইন প্রণয়ন কমিটির প্রধান-সদস্য, ম্যাকাও বিশেষ প্রশাসন অঞ্চলের মৌলিক আইন প্রণয়ন কমিটির প্রধান সদস্য পদে বহাল থাকাকালে "এক দেশে দুই ব্যবস্থা "পরিকল্পনা অনুযায়ী শান্তিপূর্ণভাবে হংকং আর ম্যাকাও সমস্যা সমাধান সম্পর্কে চীন সরকারের প্রণীত নীতি আর কর্মপন্থা তিনি সক্রিয়ভাবে কাযর্করী করেছেন এবং হংকং সমস্যা সম্পর্কে চীন-বৃটেন যুক্ত-বিবৃতি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

    ** চীন-নাইজেরিয়া কূটনৈতিক সম্পর্ক স্থাপিত

    নাইজেরিয়া আফ্রিকার পশ্চিম অঞ্চলে অবস্থিত। তার আয়তন ৯.২৩ লক্ষ বর্গকিলোমিটার। লকসংখ্যা ১০ কোটি। ২৫০টিরও বেশি উপ জাতি আছে। সরকারী ভাষা হলো ইংরেজি। ৪৭.২ শতাংশই নাগরিক মুসলমান, ৩৪.৫ শতাংশ নাগরিক খ্রিস্টান। রাজধানি হলো আবুজা।

     নাইজেরিয়া কৃষি প্রধান দেশ ছিলো ,এ দেশে অর্থনীতির প্রধান অংশ হলো কৃষি ও পশুপালন । প্রধান রপ্তানী পণ্য হলো প্রাকৃতিক গ্যাস, তেল ও তেলজাত দ্রব্য এবং তূলা ।বিদেশ থেকে প্রধানত খাদ্যশস্য, মাংস ও হাল্কাশিল্পজাত দ্রব্য আমদানী করা হয়।

    ১৯৬৩ সালের পয়লা অক্টোবর নাইজেরিয়া ফেডেরাল প্রজান্তন্ত্র প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালের ১০ ফেব্রুয়ারি চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

    ** নাট্যকার বেরটোল্ট ব্রেছটের জন্ম

    ১৮৯৮ সালের ১০ ফেব্রুয়ারি জার্মানির বিখ্যাত নাট্যকার বেরটোল্ট ব্রেছটের জন্ম হয়। যুবকালে তিনি নাট্যদলের সম্পাদক ও পরিচালক ছিলেন এবং শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৩৩ সালে ইউরোপের মূলভূখণ্ডের বিভিন্ন দেশে নির্বাসিত হন। ১৯৪১ সালে সোভিয়েত ইউনিয়ন হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যান, কিন্তু দ্বিতীয় বিশ্ব-যুদ্ধ শেষ হবার পর সেখানে শাস্তি আর নিপীড়নের শিকার হন এবং ১৯৪৭ সালে ইউরোপে ফিরে আসেন । ১৯৪৮ সালে পূর্ব বার্লিনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

    ** চীনের প্রথম মানবাধিকার ম্যাগাজিন প্রকাশিত

    ২০০২ সালের ১০ ফেব্রুয়ারি চীনের মানবাধিকার ক্ষেত্রের প্রথমটি বিশেষ ম্যাগাজিন " মানবাধিকার" আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। চীনের মানবাধিকার গবেষণা সমিতিকে আন্তরিকভাবে অভিনন্দিত করে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্ট্যাডিং কমিটির সদস্য , চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লি ফেং একটি চিঠি পাঠিয়েছেন।

    তিনি বলেন , মানবাধিকার সমস্যা একটি তত্ত্বগত সমস্যা, এমন কি একটি গুরুত্বপূর্ণ বাস্তব সমস্যা । তিনি আশা করেন যে, মানবাধিকার শিক্ষার ক্ষেত্রে " মানবাধিকার" ম্যাগাজিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং চীনের মানবাধিকার বিষয়ের উন্নয়নে অবদান রাখবে।