৯ ফ্রেব্রুয়ারী পেইচিংয়ে একটি নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খুং ছুয়েন বলেছেন , চীন আশা করে এশীয় দেশগুলো মায়ানমারের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করবে এবং গঠনমূলক মনোভাব পোষণ করে মায়ানমারের জাতীয় মীমাংসা ত্বরান্বিত করবে ।
মায়ানমারের রাজনৈতিক সমস্যা সম্বন্ধে সংবাদদাতার প্রশ্নের উত্তরে খুং ছুয়েন বলেছেন , নিজ দেশের পরিস্থিতি অনুযায়ী দেশের উন্নয়নের পথ বাছাই করা হল বিভিন্ন দেশের অভ্যন্তরীন ব্যাপার । চীন এই সব দেশের বাছাইকে সম্মান করে এবং আশা করে এশীয় দেশগুলো মায়ানমারের স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য ইতিবাচক অবদান রাখবে ।
খুং ছুয়েন জোর দিয়ে বলেছেন , বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে চীন আন্তরিকভাবে আশা করে মায়ানমারের পরিস্থিতি স্থিতিশীল হবে , বিভিন্ন জাতির ঐক্য হবে এবং অর্থনীতি উন্নত হবে ।
|