চীনের রাষ্ট্রীয় সাগর ব্যুরোর ৯ ফেব্রুয়ারী প্রকাশিত এক পরিসংখ্যান থেকে জানা গেছে , ২০০৫ সালে চীনের নানা সামুদ্রিক শিল্প দ্রুত বিকাশ লাভ করেছে ।
পরিসংখ্যান থেকে জানা গেছে , গত বছরে চীনের সামুদ্রিক শিল্পের উত্পাদনমূল্য ৭২০ বিলিয়ন রেনমিনপি বেড়েছে । ২০০৪ সালের তুলনায় এটা ১২ শতাংশ বেশী এবং চীনের অনুরূপ সময়ের জিডিপির বৃদ্ধিহারেরচেয়ে বেশী । উপকূলীয় অঞ্চলের পর্যটন , সামুদ্রিক মাছ শিকার এবং সামুদ্রিক পরিবহনের আয় সামুদ্রিক শিল্পের প্রথম তিনটি স্থান অধিকার করেছে । এটা গোটা সামুদ্রিক শিল্পের মোট উত্পাদনমূল্যের চার ভাগের তিনভাগ ।
পরিসংখ্যানটি অনুযায়ী এ বছরে চীনের সামুদ্রিক শিল্প অব্যাহতভাবে বিকাশের প্রবনতা বজায় রাখবে ।
|