চীনে বৈদেশিক অর্থবিনিয়োগের গবেষণা কেন্দ্রের সংখ্যা অনবরতভাবে বেড়ে ৭৫০টিতে দাঁড়িয়েছে । এগোলোর মধ্যে বেশির ভাগ হল বৈদ্যুতিক ও টেলিযোগাযোগ ব্যবস্থা নির্মাণ , ওষুধ তৈরী, রাসায়নিক কাঁচামাল এবং রাসায়নিক দ্রব্য উত্পাদন প্রভৃতি প্রকৌশলগত শিল্প ।
জানা গেছে , আন্তর্দেশীয় কোম্পানিগুলোচীনে যে গবেষণা কেন্দ্রপ্রতিষ্ঠা করেছে তার মধ্যে বেশির ভাগ ব্যবহারের জন্যে গবেষণা করছে । অনেক গবেষণা কেন্দ্র সঙ্গে সঙ্গে বুনিয়াদী উন্নয়নকাজও করছে । অধিক থেকে অধিক আন্তর্দেশীয় কোম্পানি মাইক্রসফ্টএশিয়া গবেষণালয় , নোকিযা গবেষণা কেন্দ্রপ্রভৃতিবিশ্বজোড়া গবেষণা কেন্দ্র চীনে স্থাপন করেছে ।
এর সঙ্গে সঙ্গে আন্তর্দেশীয় কোম্পানিগুলো চীনে তাদের গবেষণাখাতে বরাদ্দ বৃদ্ধি করছে । পেইচিংস্থ মোটোরোলা , সিমেনসের গবেষণা কেন্দ্রের অর্থবিনিয়োগ এক কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে ।
|