গত কয়েক দিনে কিছু সংখ্যক দেশের মুসলমানরা অব্যাহতভাবে হযরত মোহাম্মদের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র ছাপার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে । পাশাপাশি ৮ ফেব্রুয়ারী আন্তর্জতিক সমাজও এই ঘটনার প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ৮ ফেব্রুয়ারী সফররত জর্দানের বাদশাহ আবদুল্লাহ ইবনে হোসেনের সংগে বৈঠক করার পর সংশ্লিষ্ট দেশগুলোর কাছে এই ঘটনাজনিত হিংসাত্মক তত্পরতা বন্ধ করা এবং কূটনীতিক ও তাদের ধন-সম্পত্তির নিরাপত্তা রক্ষা করার আবেদন জানিয়েছে ।
ফরাসী প্রেসিডেন্ট জ্যাক শিরাক মন্ত্রী সভার বুধবারের অধিবেশনে বলেছেন , ফ্রান্স বাক স্বাধীনতার পক্ষপাতী । তবে অন্য ধর্মবিশ্বাসের ওপর সম্মান প্রদর্শনকে তার পূর্বশর্ত হতে হবে ।
৮ ফেব্রুয়ারী দক্ষিণ আফ্রিকা সরকার একটি বিবৃতিতে বলেছে , হযরত মোহাম্মদের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র ছাপার ঘটনা ইসলামী জগতে যে ক্রোধের সঞ্চার করেছে , দক্ষিণ আফ্রিকা সরকার তা গভীরভাবে উপলদ্ধ করতে পারে ।
|