বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাসচিব ছেন ফোং ফু চেন ৮ ফেব্রুয়ারী বলেছেন , নাইজেরিয়ার উত্তরাংশে এচ ৫ এন ১ ধরণের বার্ড ফ্লুর প্রকোপ দেখা দেয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকায় লোকজনের মধ্যে এই রোগ দেখা দেয়ার আশংকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বার্ড ফ্লু প্রতিরোধের জন্যে নাইজেরীয় সরকারকে সাহায্য দেয়ার আশ্বাস দিয়েছে ।
বুধবার প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , নাইজেরিয়ায় এচ ৫ এন ১ ধরণের প্রকোপ দেখা দিয়েছে । এটা হচ্ছে আফ্রিকার প্রথম প্রকোপ । তারপর নাইজেরীয় সরকার দুর্গত এলাকার মুরগী খামারে নিয়ন্ত্রণমুলক ব্যবস্থা নিয়েছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষজ্ঞ গ্রুপ দুর্গত এলাকায় গিয়ে এই প্রকোপের মূল্যায়ণ ও প্রযুক্তিগত প্রস্তাব উত্থাপন করবে ।
|