হে সি,আর,আই,
যেদিন তোমার মুখে শুনি আধো আধো ভাদা ভাদা বুলি,
সেদিন থেকে হৃদয়ের অফুরন্ত ভালবাসা সবই দিয়েছি তালি ।
তুমি ছিলে আগে আমার মনের কৌতুহল
এখন আমার মনে হয় তুমি ছাড়া সবই যে বিযাল ।
এখন আমার মমের রাজ্যে তুমি রাজরানী,
তাইতো আমার হৃদয়ে আসন করেছ তুমি ।
যাপো তুমি আমার হৃদয়ে সারা জীবনভর,
পোনদিন ও যেন তুমি না হয়ে যাও পর ।
হে সি,আর,আই, আশিবাদ কর আমার জন্য
তোমাকে শুনে যেন হয়ে যেতে পারি ধন্য সারা জীবন ভর ।
---বাংলাদেশের বগুড়া জেলার ডঙ্ডরা গ্রামের আশা লতা বেতার শ্রোতা সংঘের নয়ন কুমার চক্রবর্ত্তী
|