v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-02-09 11:09:29    
৯ ফেব্রুয়ারী

cri
    **আই.আর.এই. যুদ্ধবিরতির অবসানের কথা ঘোষণা করে, লন্ডনে বিস্ফোরণ ঘটে

    ১৯৯৬ সালের ৯ ফেব্রুয়ারী আই.আর.এই তার ১৭ মাস স্থায়ী যুদ্ধবিরতির অবসানের কথা ঘোষণা করে । একই সঙ্গে বৃটেনের লন্ডনে এক গুরুতর গাড়ী বোমা বিস্ফোরণে ১০০জনেরও বেশী লোক আহত হয় , দু'জন নিহত হয় , সরাসরি অর্থনৈতিক ক্ষতি ১০ কোটি পাউন্ড ছাড়িয়ে গেছে । ফলে উত্তর আয়ারল্যান্ডের শান্তি প্রক্রিয়া গুরুতরভাবে বাধাগ্রস্ত হয় ।

    **চীনের গণতান্ত্রিক লীগের চেয়ারম্যান চাংলান পেইচিংয়ে মৃত্যুবরণ করেন

   ১৯৫৫ সালের ৯ ফেব্রুয়ারী চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান, রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান, চীনের গণতান্ত্রিক লীগের চেয়ারম্যান চাংলান পেইচিংয়ে মৃত্যুবরণ করেন । যুবকালে তিনি ছিং রাজবংশের শাসন বিরোধী সংগ্রামে যোগদান করেন এবং সিছুয়ান প্রদেশের গভর্নর, ছেংতু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যানসোলার ছিলেন । জাপানী হামলা বিরোধী প্রতিরোধযুদ্ধকালে তিনি গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেন । ১৯৪৯ সালের অক্টোবর মাসে তিনি চীনের জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম অধিবেশনে অংশগ্রহণ করেন এবং চীনের কেন্দ্রীয় সরকারের ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হন ।

    **প্যারিস -লন্ডনপ্রথম বাণিজ্যিক বিমান চলাচল চালু

    ১৯১৯ সালের ৯ ফেব্রুয়ারী একটি বাণিজ্যিক বিমান প্রথমবারের মতো প্যারিস থেকে লন্ডন পর্যন্ত চলাচল সম্পন্ন করে এবং ইউরোপের বিমান চলাচলের ইতিহাসে একটি নতুন রেকর্ড সৃষ্টি করে । "গোলিয়াথ"নামক বিমান দুপুর ১২টা:২০ মিনেটে বৃটেন থেকে রওয়ানা হয় ,৩ঘন্টা ৩০ মিনেটের পর ফ্রান্সের একটি বিমানবন্দরে পৌঁছেছে ।

    ** ফ্রান্সের অনুসন্ধানকারী দ্যলারী অ্যাটল্যান্টিকমহা সগার অতিক্রম করেন

     ১৯৯৫ সালের ৯ ফেব্রুয়ারী ফ্রান্সের অনুসন্ধানকারী জুই বাধাবিপত্তি অতিক্রম করে দ্যলারী ক্যারবীয় সমুদ্রের বার্বাদোস দ্বীপে অবতরণ করে, একাই অ্যাটল্যান্টিক মহা সাগর অতিক্রম করার দুরুহ কাজ সম্পন্ন করেন ।

    **৯ ফেব্রুয়ারী সিয়া মিংহান শহীর্দ হন

     ১৯২৮ সালের ৯ ফেব্রুয়ারী চীনের কমিউনিস্ট পার্টির সদস্য সিয়া মিংহান হানখৌ শহরে বীরত্বের সঙ্গে নিহত হন ।

    সিয়া মিংহান ,আরক নাম গুইগেন । তিনি ছিলেন হুনান প্রদেশের হেংইয়াং জেলার অধিবাসী । ১৯২১ সালে তিনি মাও সেতুংয়ের প্রতিষ্ঠিত হুনান আত্ম- প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন ,তারপর চীনের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন । ১৯২৫ সালে তিনি চীনের কমিউনিস্ট পার্টির হুনান প্রাদেশিক কমিটির সদস্য ও কৃষি মন্ত্রীর পালন করেন । ১৯২৭ সাল থেকে তিনি উছাং কেন্দ্রীয় কৃষক আন্দোলন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সচিব, চীনা কমিউনিস্ট পার্টির হুনান প্রাদেশিক কমিটির সদস্য এবং পিংচিয়া ও লিউইয়াং বিশেষ কমিটির সম্পাদক আর হুপেই প্রাদেশিক কমিটির সদস্য হন । ৮ ফেব্রুয়ারী তিনি হানখৌ শহরে গ্রেফতার হন । ৯ ফেব্রুয়ারী তিনি শত্রুদের হাতে নিহত হন ।

   **অষ্টম বাহিনী শি ইউয়োসানের বাহিনী পরাজিত করে

    ১৯৪০ সালের ৯ ফেব্রুয়ারী দক্ষিণ হোপেই আর ওয়েইতুং যুদ্ধ শুরু হয় । মাও সেতুং আর ওয়াং চিয়াসিয়াং-এর সিদ্ধান্ত অনুযায়ী চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পরিচালিত অষ্টম বাহিনীর সদরদফতর শি ইয়োসানের নেতৃত্বাধীন ৩৯ আর্মি বাহিনীর ওপর হামলা চালান । তখন জাপানী বাহিনীর ৩০০০জনেরও বেশী সৈন্য শিইয়োসানকে উদ্ধার করার জন্যে অষ্টম বাহিনীর সঙ্গে যুদ্ধ চালায় । ফলে অষ্টম বাহিনী শিইয়োসান বাহিনীর ২৮০০জনেরও বেশী সৈন্য খতম করে । ১৮ ফেব্রুয়ারী দক্ষিণ হোপেই যুদ্ধের অবসান হয় ।