৮ ফেব্রুয়ারী পাকিস্তানের সামরিক পক্ষের মুখপাত্র মেজর জেনারেল শাউকট সুলতান বলেছেন, ইসলামাবাদের কাছাকাছি একটি পারমাণবিক গবেষণা পরীক্ষাগারে ৭ ফেব্রুয়ারী বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণটি ছিল সাধারণ বিস্ফোরকের বিস্ফোরণ। পারমাণবিক উপকরণের সঙ্গে সম্পর্কিত নয়।
বিস্ফোরণটি ইসলামাবাদের "আব্দুল কাদির খান পরীক্ষাগারে" ঘটেছে। একজন প্রযুক্তিবিদ নিহত হয়েছে। মেজর জেনারেল সুলতান বলেছেন, এবারকার বিস্ফোরণ হচ্ছে একটি আকস্মিক ঘটনা। ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
পাকিস্তানের পারমাণবিক বোমার পিতা কাদির খান গত শতাব্দীর ৭০ দশকে এই পরীক্ষাগার প্রতিষ্ঠা করেছেন।
|