আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির সংবাদ মুখপাত্র গিসেল্লে ডাভিয়েস ৮ ফেব্রুয়ারী ইতালির টুরিনে বলেছেন, আন্তর্জাতিক ওলিম্পিক কমিটি চলতি বছরের অক্টোবর পেইচিংয়ে একটি ক্রীড়া, শিক্ষা এবং সংস্কৃতি সংক্রান্ত ওলিম্পিক ফোরাম অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেছেন, এই ফোরাম ক্রীড়া ও শিক্ষার ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করবে। ফোরামে তরুণ-তরুণীদের ক্রীড়ায় অংশ নেয়ার জন্য আকর্ষণ করা সম্পর্কে আলোচনা করা হবে।
তিনি আরো বলেছেন, আন্তর্জাতিক ওলিম্পিক কমিটি ১ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার অর্থ বরাদ্দ করে পেইচিং ওলিম্পিক সাংগঠনিক কমিটির সেরা খেলোয়াড় স্কলারশিপ তহবিল গড়ে তোলার সাহায্য দেবে এবং ২০০৮ পেইচিং ওলিম্পিক গেমসে অংশ নেয়ার জন্য চীনা খেলোয়াড় প্রশিক্ষণের মান উন্নত করার জন্য সাহায্য দেবে।
|