৮ ফেব্রুয়ারী বাংলাদেশের প্রধানমন্ত্রী, বি এন পির চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ভবনে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ বিভাগের মহা পরিচালক ওয়াং চিয়া রুই'র নেতৃত্বাধীন চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, বাংলাদেশ একচীন নীতি সমর্থন করতে থাকবে।
তিনি আশা করেন, চীন আঞ্চলিক স্থিতিশীলতা, আঞ্চলিক অর্থনীতি উন্নয়ন ত্বরান্বিত প্রভৃতি ক্ষেত্রে ইতিবাচক ভুমিকা পালন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তিনি আশা করেন, ভবিষ্যতে বি এন পি চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে অব্যাহতভাবে আদান-প্রদান ও সহযোগিতা সম্প্রসারণ করবে।
ওয়াং চিয়া রুই বলেছেন, বাংলাদেশের সকল সরকার মানবাধিকার, তাইওয়ান, তিব্বত ইত্যাদি সমস্যায় চীনকে দৃঢ়ভাবে সমর্থন করেছে বলে চীন সরকার আন্তরিক ধন্যবাদ জানায়। চীনের কমিউনিস্ট পার্টি বি এন পি'র সঙ্গে যোগাযোগ জোরদার এবং যৌথ উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক।
বি এন পি'র আমন্ত্রণে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদল ৬ ফেব্রুয়ারী থেকে তিনদিন শুভেচ্ছা সফর করে।
|