বীমা কম্পানিগুলোর পরিচালনা কাঠামো বিধিসম্মত করার জন্যে চীনের বীমা তত্ত্বাবধানও পরিচালনা কমিটি ৭ ফেব্রুয়ারী একটি দলিলপত্র প্রকাশ করেছে । দলিলপত্রে প্রথমবারের মত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে , চীনের বীমা শিল্পে স্বাধীন পরিচালনা সদস্যদের ব্যবস্থা চালু করতে হবে ।
এই ব্যবস্থা বীমা কম্পানিগুলোর পরিচালনা উন্নত করার জন্যে ব্যাপকভাবে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা । স্বাধীন পরিচালনা পরিষদ সদস্যরা ছোট ও মাঝারী শেয়ার ধারণকারীদের স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারবেন ।
চীনের বীমা তত্ত্বাবধান ও পরিচালনা কমিটির চেয়ারম্যান উ তিং ফু বলেছেন , তার কমিটি কঠোর জবাবদিহি ব্যবস্থার মাধ্যমে বীমা কম্পানিগুলোর পরিচালনা বিধিসম্মত করবে , পরিচালনার সম্ভাব্য জটিলতা এড়িয়ে যাবে এবং বীমা গ্রাহক, পুঁজি বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনসংগত অধিকার ও স্বার্থ্য অক্ষুণ্ণ রাখবে ।
|