 ৮ ফেব্রুয়ারী ভোরে গাজা এলাকা থেকে ইসরাইলে যাওয়ার কার্নী পথের কাছাকাছি ইসরাইলী প্রতিরক্ষা বাহিনী একজন ফিলিস্তিনীকে হত্যা করেছে ।
ইসরাইলী বাহিনী বলেছে , এই ফিলিস্তিনী কার্নী পথের কাছে বোমা পাতার অপপ্রয়াস চালিয়েছে , ইসরাইলী বাহিনী এই অবস্থা দেখে গুলি ছুঁড়ে তাকে হত্যা করেছে । গুলিতে আর একজন ফিলিস্তিনী গুরুতরভাবে আহত হয়েছে ।
জানা গেছে , চলতি মাসের ৫ তারিখে ইসরাইলী বাহিনী গাজা এলাকা ও জর্দান নদীর পশ্চিম তীরে সামরিক তত্পরতা চালানোর পর মোট ১০ জন ফিলিস্তিনী তাদের গুলিতে প্রাণ হারিয়েছে ।
|