মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারাক ৭ ফেব্রুয়ারি মিসরের যাত্রী-বাহী জাহাজ দুর্ঘটনা সম্বন্ধে সংশ্লিষ্ট পক্ষের রিপোর্ট শোনার পর বলেছেন , জাহাজ ডুবে যাওয়া ঘটনায় দায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে ।
মিসরের প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র জানিয়েছেন , প্রধানমন্ত্রী নাজিফ ও প্রতিরক্ষা মন্ত্রী তানতাভি প্রমুখ নেতাদের রিপোর্ট শোনার পর মুবারাক তদন্ত গ্রুপের প্রতি আরও দ্রুতভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছেন । মুবারাক জোর দিয়ে বলেছেন , নিহতদের আত্মীয়স্বজনের জাহাজ ডুবে যাওয়ার বিস্তারিত তথ্য জানার অধিকার আছে , সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে । তা ছাড়া মুবারাক নৌযানের নিরাপত্তার মানদন্ড উন্নত করার নির্দেশও দিয়েছেন ।
অন্য খবরে জানা গেছে , যুক্তরাষ্ট্র , জর্দান ও ভারতের পর ফ্রান্সও একটি বিশেষ বিমানকে ডুবে যাওয়া জাহাজের ত্রাণ কাজে পাঠিয়েছে । দু'দিন ধরে ত্রাণ গ্রুপ মোট ৩৩০ জনের মৃতদেহ খুঁজে বের করেছে । তবে জীবিত উদ্ধারের সংখ্যা বাড়ে নি ।
|