চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক অফিসের তথ্য বিভাগের মুখপাত্র লি ওয়েই ৮ ফেব্রুয়ারী পেইচিংয়ে বলেছেন , তাইওয়ানবাসীদের প্রতি মুলভূভাগ যে প্রতিশ্রুতি দিয়েছে তাইওয়ান কর্তৃপক্ষের স্বেচ্ছাকৃত উস্কানি ও প্ররোচনার কারণে তা পরিবর্তন করবে না ।
ছেন সুইবিয়েন ২৯ জানুয়ারী বলেছিলেন , এখন "দেশ একায়ন সমিতি" ও " দেশ একায়ন কার্যক্রম" বাতিল করার উপযুক্ত সময় , তাইওয়ান নামে জাতিসংঘে অন্তর্ভুক্তহওয়ার আবেদন পুনরায় দাখিল করার কথা বিবেচনা করতে হবে ।
লি ওয়েই বলেছেন , এ থেকে প্রমাণিত হয়েছে যে , ছেন সুইবিয়েন প্রকাশ্যে আন্তর্জাতিক সমাজের অনুসৃত এক চীন নীতিকে চ্যালেন্জ করছেন এবং একগুয়েমিভাবে " স্বাধীন তাইওয়ান" প্রয়াসীদের বিচ্ছিন্নতাবাদী অধিষ্ঠানে লেগেই আছেন । এটা আর একবার প্রমাণ করেছে যে , ছেন সুইবিয়েন দুপারের সম্পর্ক , এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বানচাল করছেন , ঝামেলা সৃষ্টি করছেন ।
লি ওয়েই আবার জোর দিয়ে দুপারের সম্পর্কউন্নয়ন সম্পর্কে মূলভূভাগের বরাবরের নীতিগত অধিষ্ঠানউল্লেখ করেছেন । তাইওয়ানবাসীরা মাতৃভূমির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দুপারের সম্পর্ককে শান্তি ও স্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন ।
|