তাইওয়ান প্রণালীর দুপারের বিমান পরিবহন আদানপ্রদান কমিটির ভাইস চেয়ারম্যান ফু চাওচৌ ৮ ফেব্রুয়ারী পেইচিংয়ে বরেছেন , মুলভূভাগ আশা করে যে , দুপারের বিমান চলাচল কোম্পানিগুলো যথাশীঘ্রই দুপারের চার্টার ফ্লাইটের স্বাভাবিককরণ এবং মাল পরিবহনের চার্টার ফ্লাইট বিষয় নিয়ে আলোচনা করবে এবং একমত হবে । যাতে দুপারের আদানপ্রদানের চাহিদা ও দুপারের জনসাধারণের অভিন্ন আশা আকাঙক্ষা মেটানো যায় ।
একই দিন চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক অফিসের এক তথ্য জ্ঞাপন সভায় তিনি বলেছেন , এ বছরের বসন্ত উত্সবের চার্টার ফ্লাইটের কাজ সুষ্ঠুভাবেসম্পন্ন হওয়া থেকে প্রমাণিত হয়েছে যে , দুপারের মধ্যে সরাসরি বিমান চলাচলের ব্যাপারে কোনো প্রকৌশলগত সমস্যা নেই । প্রমাণিত হয়েছে যে , দুপারের মধ্যে আলোচনা ব্যবস্থা বর্তমানে সবচেয়ে বাস্তব ও কার্যকর ব্যবস্থা ।
চলতি বছরের বসন্ত উত্সবে চালানো চার্টার ফ্লাইট কাজ ৭ ফেব্রুয়ারী শেষ হয়েছে । মোট ২৭ হাজার যাত্রী আসা-যাওয়া করেছে । গত বচরের তুলনায় এটা ৫০ শতাংশ বেশী ।
|