ফরাসী প্রেসিডেন্ট জ্যাক শিরাক ও প্রধানমন্ত্রী দোমিনিক ডি ভিলেপিন ৭ ফেব্রুয়ারি প্যারিসে আলাদা আলাদাভাবে সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু'পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক আরো সামনে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছে।
শিরাক বলেন, দু'দেশের সম্পর্ক আরো ত্বরান্বিত করার জন্য চলতি বছরে তাঁর চীন সফএ যাওয়ার আশা রয়েছে। তিনি আরো বলেন, ফ্রান্স দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ করবে এবং অব্যাহতভাবে চীন-ইইউ'র মধ্যে চীন পক্ষের উদ্বেগ জড়িত সমস্যাগুলো সমাধানে প্রচেষ্টা চালাবে। ফ্রান্স গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমস্যায় চীনের সঙ্গে সহযোগিতা আরো জোরদার করতে ইচ্ছুক।
ডি ভিলেপিন লি চাও শিংয়ের সঙ্গে সাক্ষাত্কালে বলেন, ফ্রান্স ও চীনের কূটনৈতিক সম্পর্ক সুষ্ঠু। আন্তরিক সংলাপ ও পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতার মাধ্যমে দু'পক্ষের কৌশলগত অংশীদারি সম্পর্ক নিশ্চয়ই আরো সুসংবদ্ধ হবে। চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরালো করা হলো ফ্রান্সের আশাআকাঙ্খা।
লি চাও শিং বলেছেন, ফ্রান্সের কৌশলগত অংশীদার হিসেবে চীন অত্যন্ত খুশি। আন্তর্জাতিক ব্যাপারাদিতে ফ্রান্সের সঙ্গে সহযোগিতা আরো সম্প্রসারণ করার আশা করে চীন।
|