v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-02-08 14:02:07    
৮ ফেব্রুয়ারি

cri
    পর্তুগালের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা

    ১৯৭৯ সালের ৮ ফেব্রুয়ারি পর্তুগালের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

    পর্তুগাল ইউরোপের ইবেরিয়া উপদ্বীপের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত। দেশের আয়তন প্রায় ৯২ হাজার বর্গকিলোমিটার । লোকসংখ্যা ১.০৩৬ কোটি(২০০১ সালের আদমশুমারি অনুসারে) সরকারী ভাষা পর্তুগিজ। বেশির ভাগ অধিবাসী ক্যাথোলিক খ্রীষ্টান। রাজধানী লিসবন।

    পর্তুগালের অর্থনীতি বিদেশের ওপর নির্ভরশীল, শিল্পের ভিত্তি দুর্বল, কৃষির মান আপেক্ষিক নিচু। শক্তিসম্পদ , কাঁচা মাল এবং খাদ্যশস্য ইত্যাদি প্রচুর পরিমাণে আমদানী করতে হয়। তবে মত্সশিল্প খুব উন্নত। প্রধান রপ্তানী পণ্য হলো: কাঠ , কাগজের মণ্ড, পরিবহন সরঞ্জাম, মার্বেল পাথর ইত্যাদি।

    পর্তুগাল ১১৪৩ সালে স্বাধীন রাজ্যে পরিণত হয়। ১৫ ও ১৬তম শতাব্দিতে পর্তুগাল আফ্রিকা, এশিয়া আর আমেরিকা মহাদেশে তার প্রচুর উপনিবেশ স্থাপন করে এবং বৃহত্ নৌ-শক্তিতে পরিণত হয়। পরবর্তীকালে তা স্পেনের শাসনাধীন হয়ে পড়ে এবং এক সময় ব্রিটেনের আশ্রিত রাজ্যে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে পর্তুগাল নামেমাত্র নিরপেক্ষ ছিল। ১৯৭৪ সালের ২৫ এপ্রিল পর্তুগালে সামরিক অভ্যুত্থান ঘটে এবং পর্তুগালের চল্লিশাধিক বছর স্থায়ী অতিদক্ষিণ প্রশাসন উত্খাত হয় । তাতে গণতন্ত্রায়নের প্রক্রিয়া শুরু হয়।

    ১৪তম শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধন এবং চীনের মূলভূভাগ ও তাইওয়ান উভয় অঞ্চলের চীনা ক্রীড়াবিদদের যুগপত্ অংশগ্রহণ

    ১৯৮৪ সালের ৮ ফেব্রুয়ারি ১৪তম শীতকালীন অলিম্পিক গেমস তত্কালীন যুগোস্লাভিয়ার সারায়েভো শহরে উদ্বোধন হয়। চীনের মূলভূভাগ ও তাইওয়ান উভয় অঞ্চলের চীনা ক্রীড়াবিদরা একই সময়ে এই গেমসে অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, চীনের মূলভূভাগের ৩৭ জন ক্রীড়াবিদ এবং তাইওয়ানভিত্তিক চীনা থাইপেই অলিম্পিক কমিটির পাঠানো ১৪ জন ক্রীড়াবিদ এই গেমসে অংশ নিয়েছেন। অর্থাত্ তাইওয়ান প্রণালির দুই তীরের চীনা ক্রীড়াবিদরা এই প্রথম একসঙ্গে শীতকালীন অলিম্পিক গেমসে অংশ নিলেন ।

    চীনের শিশু একাডেমি প্রতিষ্ঠা

    ১৯৯৯ সালের ৮ ফেব্রুয়ারী চীনের শিশু বিজ্ঞানএকাডেমি প্রতিষ্ঠিত হয়। এই দিন পেইচিং, সাংহাই এবং চিয়াংসু প্রদেশ ইত্যাদি অঞ্চলের ১৩ জন কিশোর বিজ্ঞান ও প্রযুক্তিমোদী চীনের যুব কমিউনিষ্ট লীগের কেন্দ্রীয় কমিটির প্রথম সম্পাদক চো ছিয়াং প্রমুখ নেতৃবন্দ ও বিশেষজ্ঞদের হাত থেকে " চীনের শিশু বিজ্ঞান একাডেমির একাডেমিশ্যানের সার্টিফিকেট" গ্রহণ করে । এই একাডেমি সারা চীনদেশের শিশু ও কিশোরকিশোরীকে বিজ্ঞান ভালবাসা ও বিজ্ঞান চর্চা করা , বিজ্ঞানব্রতে আত্মনিয়োগ করা এবং উদ্ভাবন করতে সাহসিক হওয়ার জন্যে উত্সাহ দেয়ার ভূমিকা পালন করে।

    জাপান-রুশ যুদ্ধ শুরু

    ১৯০৪ সালের ৮ ফেব্রুয়ারি জাপান-রুশ যুদ্ধ বেঁধে ওঠে। এটা বিংশ শতাব্দির শুরুতে চীন ও কোরিয়া দখল করার জন্য জাপান ও রাশিয়ার চালানো একটি সাম্রাজ্যবাদী যুদ্ধ ।

    ব্রিটেন, যুক্তরাষ্ট্র , জার্মানি ইত্যাদি দেশের উস্কানিতে ১৯০৪ সালের ৮ ফেব্রুয়ারি রাতে জাপান কোনো পুর্ব ঘোষণা ছাড়াই চীনের ল্যুশুন বন্দরে নঙ্গর করে থাকা রাশিয়ার নৌবহরের ওপর অতর্কিত হামলা চালায়, তাতেই যুদ্ধ শুরু হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জাপান ও রাশিয়া ১৯০৫ সালের ৫ সেপ্টেম্বর শান্তিচুক্তি স্বাক্ষর করে। ফলে জাপান চীনের লিয়াওতোং উপদ্বীপ ও রাশিয়ার সাখালিন দ্বীপের দক্ষিণাংশ দখল করে এবং কোরিয়ার ওপর বাস্তব নিয়ন্ত্রণ ক্ষমতা লাভ করে। চীনের উত্তরপূর্বাঞ্চলের জনগণ এবং কোরিয়ার জনগণ শোচনীয়ভাবে এই যুদ্ধের শিকার হন।