ইতালির উপপ্রধানমন্ত্রী ,পররাষ্ট্রমন্ত্রী ফিনি ৭ ফেব্রুয়ারী রোমে সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লোভরোভের সঙ্গে একত্রে জোর দিয়ে বলেছেন, কূটনৈতিক ও রাজনৈতিক পদ্ধতির মাধ্যমে ইরানের পারমাণবিক সমস্যা সমাধান করা হলো সবচেয়ে ভালো পদ্ধতি।
বৈঠক শেষে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে ফিনি বলেছেন, বর্তমানে ইরানের পারমাণবিক সমস্যার পরিস্থিতি খুবই কঠোর। আন্তর্জাতিক সমাজের কূটনৈতিক পথের মাধ্যমে এই সমস্যা অব্যাহতভাবে সমাধান করা দরকার। এর সঙ্গে সঙ্গে তিনি ইরানকে বাস্তব তত্পরতার মাধ্যমে তার পারমাণবিক শক্তির গবেষণার শান্তিপূর্ণ লক্ষ্য প্রমাণ করার তাগিদ দিয়েছেন।
লোভরোভ বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সিদ্ধান্তে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে কূটনৈতিক উপায়ের মাধ্যমে ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের কথা আরেক বার ঘোষণা করা হয়েছে। এটিই রাশিয়ার অধিষ্ঠান। তিনি বলেছেন, রাজনৈতিক পথ হলো এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানের একমাত্র পদ্ধতি।
|