রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৭ ফেব্রুয়ারী তথ্য মাধ্যমের কাছে বলেছেন, ইরানের পারমাণবিক সমস্যায় আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থা পরিষদের নেয়া সিদ্ধান্ত হচ্ছে একটি আপোষমূলক প্রস্তাব। তিনি এই প্রস্তাব নিয়ে ইরানের কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা করবেন।
ইতার-তাস বার্তা বলেছে, পুতিন বলেছেন, বর্তমানে আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থা শুধু ইরানের পারমাণবিক সমস্যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পেশ করার সিদ্ধান্ত নিয়েছে। আসলে এই পদক্ষেপ এখনও কার্যকরী করে নি। ইরানের কর্তৃপক্ষ এর মধ্যে আসল পার্থক্য বুঝতে হবে। ইরানের পারমাণবিক সমস্যা নিরাপত্তা পরিষদের কাছে দাখিল করা হয় নি। আন্তর্জাকিত সমাজ অব্যাহতভাবে এই সমস্যা সমাধানের উপায় অন্বেষণের সুযোগ পাবে।
তিনি আরো বলেছেন, ইরানের পারমাণবিক সমস্যায় রাশিয়া ব্রিটেন, ফ্রান্স, জার্মানী ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুষ্ঠু সহযোগিতা করেছে। আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থা পরিষদের সিদ্ধান্ত বিভিন্ন পক্ষের মধ্যে ভারসাম্যের ভুমিকা পালন করেছে। রাশিয়া অব্যাহতভাবে শান্তিপূর্ণভাবে ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের চেষ্টা করবে।
|