v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-02-08 11:03:26    
বিশ্ব স্পীকার সম্মেলন

cri

    দ্বিতীয় বিশ্ব স্পীকার সম্মেলন গত বছর ৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দফতর নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে। চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও সম্মেলনে অংশ নিয়েছেন। এবারকার সম্মেলনের প্রসঙ্গ হচ্ছে 'বহু পাক্ষিক সংসদীয় সহযোগিতার মাধ্যমে ২১ শতাব্দীর চ্যালেন্জ মোকাবিলা'। 

    প্রথম বিশ্ব স্পীকার সম্মেলন আসলে হচ্ছে ২০০০ সালের আগস্ট মাসের শেষ দিকে আন্তর্দেশীয় সংসদীয় ইউনিয়ন জাতিসংঘের সদর দফতর নিউইয়র্কে অনুষ্ঠিত সহস্রাব্দী স্পীকার সম্মেলন। ১৯৯৮ সালের এপ্রিল মাসে আন্তর্দেশীয় সংসদীয় ইউনিয়ন পরিষদের ১৬২ তম অধিবেশন সিদ্ধান্ত নিয়েছে যে, জাতিসংঘের মহাসচিব কফি আনান উপস্থাপিত ২০০০ সালে সহস্রাব্দী শীর্ষ সম্মেলন আয়োজন করার প্রস্তাব সমন্বিত করার জন্য আন্তর্দেশীয় সংসদীয় ইউনিয়ন জাতিসংঘের সদর দফতরে সহস্রাব্দী স্পীকার সম্মেলন আয়োজিত হবে। এর লক্ষ্য হচ্ছে অধিকতরভাবে আন্তর্দেশীয় সংসদীয় ইউনিয়ন আর জাতিসংঘের মধ্যে বাস্তব সম্পর্ক জোরদার করে এবং আন্তর্দেশীয় সংসদীয় ইউনিয়ন জাতিসংঘের সংসদের অংশ ত্বরান্বিত ও আন্তর্দেশীয় সংসদীয় ইউনিয়নের সংস্কার ত্বরান্বিত করা।

    ১৯৯৮ সালের সেপ্টেম্বরে আন্তর্দেশীয় সংসদীয় ইউনিয়নের পরিষদ গৃহীত একটি প্রস্তাবে আন্তর্দেশীয় সংসদীয় ইউনিয়নের রূপ স্থির এবং সহস্রাব্দী স্পীকার সম্মেলনের প্রস্তুতিমূলক কমিটি প্রতিষ্ঠা করা হয়। ২০০০ সালের ৬ মে, আন্তর্দেশীয় সংসদীয় ইউনিয়নের পরিষদ আম্মানে ১৬৬ তম অধিবেশন আয়োজিত হয়েছে। সহস্রাব্দী স্পীকার সম্মেলনের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে এবং সম্মেলনের নির্দেশক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। অধিবেশনে চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লি পেং সহস্রাব্দী স্পীকার সম্মেলনের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন। এর সঙ্গে সঙ্গে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত রয়েছেঃ রাশিয়া, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, দক্ষিণ-আফ্রিকা, জর্ডান ও ব্রাজিলের স্পীকার। সহস্রাব্দী স্পীকার সম্মেলনের চেয়ারম্যান সে সময়ে আন্তর্দেশীয় সংসদীয় ইউনিয়নের চেয়ারম্যান মাদাম নাজমা হেপতুল্লা দায়িত্ব গ্রহণ করেন।

    ২০০০ সালের ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত, সহস্রাব্দী স্পীকার সম্মেলন অর্থাত্ প্রথম বিশ্ব স্পীকার সম্মেলন জাতিসংঘের সদর দফতর নিউইয়র্কে অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে ১৮৮৯ সালে আন্তর্দেশীয় সংসদীয় ইউনিয়ন প্রতিষ্ঠা করার পর বৃহত্তম ব্যাপকতা সম্পন্ন, সর্বোচ্চ পর্যায়ের অধিবেশন। পৃথীবির ১৪২টি দেশের ১৫৬ জন সংসদ নেতা অধিবেশনে অংশ নিয়েছেন। অধিবেশনের সর্বশেষে সহস্রাব্দী স্পীকার সম্মেলনঘোষণা গৃহীত হয়।

    এই বছর হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠার ৬০ তম বার্ষিকী। ২০০৪ সালের ১৭ ডিসেম্বর, জাতিসংঘ সাধারণ সম্মেলনের ৫৯ তম অধিবেশনে গৃহীত প্রস্তাব অনুযায়ী গত বছরের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সদর দফতরে শীর্ষ সম্মেলন আয়োজিত হয়। যাতে জাতিসংঘ প্রতিষ্ঠার ৬০ তম বার্ষিকী উদযাপনী করা হয়। এবার আন্তর্দেশীয় সংসদীয় ইউনিয়ন জাতিসংঘ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত করার আগে স্পীকার সম্মেলন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর লক্ষ্য হচ্ছে জাতিসংঘ সহস্রাব্দী উন্নয়ন লক্ষের বাস্তবায়ন ব্যবস্থা যাচাইবাছাই করা, কিভাবে সুযোগ নিয়ে আলোচনা করা এবং বহু পাক্ষিক সহযোগিতা জোরদার করার মাধ্যমে আরো কার্যকরভাবে বিশ্বায়নের চ্যালেন্জ মোকাবেলা করা।