v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-02-08 10:36:33    
ছেনচং

cri
    ছেনচং ১৯৮২ সালের ২২ নভেম্বর চীনের হোনান প্রদেশের চিআওচুও শহরে জন্মগ্রহণ করেন। শিল্প তাঁর সখের বিষয়। তাঁর সর্বশ্রষ্ঠ সাফল্য হচ্ছে ২০০০ সালে সিডনি অলিম্পিক গেমসে তিনি নারীদের টীকওয়োনদোর ৬৭ কেজি দফায় চ্যাম্পিয়ন হন।

    ১৯৯১ সাল চিআওচুও শহরের বাস্কেটবল অপেশাদার স্কুলে বাস্কেটবল অনুশীলন করেন, ১৯৯৫ সালে তিনি টীকওয়োনদো অনুশীলন শুরু করেন, পেইচিংয়ের ক্রীড়া বিশ্ববিদ্যালের প্রতিযোগিতা স্কুলে প্রবেশ করেন, তখন তাঁর কোচ ছেন লিরেন ছিলেন। ১৯৯৭ সালের জানুয়ারী মাসে তিনি জাতীয় প্রশিক্ষণ দলে প্রবেশ করেন। ২০০০ সালে তিনি পেইচিংয়ের ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতা স্কুল থেকে সমাবর্তন করেন, এবং পেইচিংয়ের ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগে প্রবেশ করেন।

    ১৯৯৭ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় পূর্ব-এশীয় গেমসে তিনি নারীদের টীকওয়োনদোর ৬৭ কেজি দফায় তৃতীয় হন। ১৯৯৭ সালে জাতীয় টীকওয়োনদো চ্যাম্পিয়নশীপে তিনি নারীদের ৬৫ কেজি দফায় চ্যাম্পিয়ন হন। ১৯৯৭ সালে জাতীয় টীকওয়োনদো চ্যাম্পিয়নশীপে তিনি নারীদের ৬৫ কেজি দফায় চ্যাম্পিয়ন হন। ১৯৯৮ সালে ভিয়েটনামের হো ছি মিন শহরে অনুষ্ঠিত ১৩তম এশীয় টীকওয়োনদো চ্যাম্পিয়নশীপে তিনি নারীদের ৬৫ কেজি দফায় রানার্স-আপ হন। ১৯৯৮ সালে জাতীয় টীকওয়োনদো চ্যাম্পিয়নশীপে তিনি নারীদের ৬৭ কেজি দফায় চ্যাম্পিয়ন হন। ১৯৯৮ সালে জাতীয় টীকওয়োনদো—১৩তম এশীয় গেমসের নির্বাচন প্রতিযোগিতায় তিনি নারীদের ৬৭ কেজি দফায় চ্যাম্পিয়ন হন। ১৯৯৮ সালে বাংকোক এশীয় গেমসে তিনি নারীদের ৬৭ কেজি দফায় তৃতীয় হন। ১৯৯৯ সালে বিশ্ব সৈন্যদের গেমসে তিনি নারীদের ৬৭ কেজি দফায় তিনি চ্যাম্পিয়ন হন। ১৯৯৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশীপে তিনি ৬৭ কেজি দফায় তৃতীয় হন। ২০০০ সালে এশীয় চ্যাম্পিয়নশীপে তিনি নারীদের ৬৭ কেজি দফায় চ্যাম্পিয়ন হন। ২০০০ সালে ২৭তম অলিম্পিক গেমসে তিনি ৬৭ কেজি দফায় চ্যাম্পিয়ন হন। ২০০১ সালে নবম জাতীয় গেমসে তিনি নারীদের ৬৭ কেজি দফায় চ্যাম্পিয়ন হন। ২০০১ সালে বিশ্ব কাপে তিনি নারীদের ৭২ কেজি দফায় চ্যাম্পিয়ন হন। ২০০১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশীপে তিনি নারীদের ৭২ কেজি দফায় চ্যাম্পিয়ন হন। ২০০২ সালে এশীয় চ্যাম্পিয়নশীপে তিনি নারীদের ৭২ কেজি দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৩ সালে বুশান জাতীয় টীওয়োনদো চ্যাম্পিয়নশীপে তিনি নারীদের ৭২ কেজি দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশীপে তিনি নারীদের ৭২ কেজি দফায় তৃতীয় হন। ২০০৪ সালে জাতীয় চ্যাম্পীয়নশীপে তিনি নারীদের ৭২ কেজি দফায় চ্যাম্পিয়ন হন।