চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র খুং ছুয়েন ৭ ফেব্রুয়ারী পেইচিংয়ে বলেছেন , ডেনিশ পত্রিকায় প্রকাশিত ব্যঙ্গচিত্র যে ইসলাম ধর্মের নবীকে অপমান করেছে সংশ্লিষ্ট পক্ষগুলো ঠান্ডা মাথায় সংযম বজায় রেখে যোগাযোগ ও সংলাপ চালিয়ে সুষ্ঠুভাবে সমস্যাটির সমাধান করবে বলে চীন আশা করে ।
এক তথ্য জ্ঞাপন সভায় খুংছুয়েন বলেছেন , পত্রিকায় ব্যঙ্গচিত্র প্রকাশ করা ভিন্ন ধর্ম ও সভ্যতার মধ্যে পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি লংঘন করেছে । কূটনৈতিক মিশনের নিরাপত্তা সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইন অনুসারে নিশ্চিত হওয়া উচিত ।
|