জাপানের অর্থ মন্ত্রনালয়ের ৭ ফেব্রুয়ারি প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত জানুয়ারি জাপানের বৈদেশিক মুদ্রার মজুদ ৪.৮ বিলিয়ন মার্কিন ডলার বেড়ে ৮৫১.৬৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, তা ইতিহাসের নতুন রেকর্ড।
জাপানের অর্থ মন্ত্রণালয়ের মতে ইউরোর বিনিময় হার বৃদ্ধি হলো জাপানের বৈদেশিক মুদ্রার মজুদ বৃদ্ধির প্রধান কারণ। ইউরোর মূল্য বেড়েছে বলে জাপান সরকারের কোষাগারে মজুদ ইউরো সম্পদের মূল্যও বেড়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর নাগাদ ৭৪ মাস ধরে জাপানের বৈদেশিক মুদ্রার মজুদ বিশ্বের শীর্ষে রয়েছে।
|