সদ্য প্রকাশিত " ইয়োং আফ্রিকা" পত্রিকার খবরে প্রকাশ , ২০০৫ সালে আফ্রিকান দেশগুলোতে মোট ৪ কোটি ৬০ লক্ষ বিদেশী পর্যটক ভ্রমণ করেছেন । ১৯৯০ সালের এক কোটি ৮০ লক্ষের চেয়ে এটা আড়াইগুন বেশী ।
পরিসংখ্যান অনুযাযী ২০০৫ সালে আফ্রিকান দেশগুলো যে বিদেশী পর্যটকদের অভ্যর্থনা জানিয়েছে তা বিশ্ব পর্যটন বাজারের ৬ শতাংশ , এটা ১৯৯০ সালের দ্বিগুণ । খবরে প্রকাশ , গত বছরে আফ্রিকান দেশগুলোর মোট পর্যটন আয় ২৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে ।
বিশ্ব পর্যটন সংস্থার তথ্য উদ্ধৃত করে পত্রিকাটির খবরে বলা হয়েছে , গত বছরে মিসর , দক্ষিণ আফ্রিকা, তিউনিস , মরক্কো আর কেনিয়া এই পাঁচটি দেশ যে বিদেশী পর্যটকদের অভ্যর্থনা জানিয়েছে , তা আফ্রিকান দেশগুলোতে বেড়াতে যাওয়া বিদেশী পর্যটকদের দুই-তৃতীয়াংশ ।
|