চীনের সামরিক বিশেষজ্ঞ ওয়াং সিনজুন সম্প্রতি উল্লেখ করেছেন যে , যুক্তরাষ্ট্রেরপ্রতিরক্ষামূল্যায়ন রিপোর্টকষ্টার্জিত চীন-যুক্তরাষ্ট্র গঠনমূলক সম্পর্কের ক্ষতিকারক ।
৩ ফেব্রুয়ারী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রনালয় "চার বছরের প্রতিরক্ষা মূল্যায়ন রিপোর্ট" প্রকাশ করেছে । রিপোর্টটিতে চীনকে পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের জন্যে সর্বাধিকসামরিক হুমকিসম্পন্ন দেশ বলে মনে করা হয়েছে ।
চীনা সামরিক বিজ্ঞান একাডেমীর বিশেষজ্ঞ ওয়াং সিনজুন সংবাদদাতাকে বলেছেন , যুক্তরাষ্ট্রের " চীনা হুমকি" প্রচারেরউদ্দেশ্যহল চীনের একায়নের মহা ব্রতের বিরোধিতা করা ।
তিনি বিশ্লেষণ করে বলেছেন যে , চীন ও যুক্তরাষ্ট্রের বিরোধ বিশ্ব এবং দুদেশের জন্যে গুরুতর পরিণাম ডেকে আনবে বলে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ করতে চায় না । যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রনালয় যে তথাকথিত চীনের সামরিক হুমকি প্রচার করেছে তা চীনের শান্তিপূর্ণ উন্নয়নের উপর আঘাত করেছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদিতে দুদেশের আস্থা ও সহযোগিতার ক্ষতিসাধন করেছে ।
|