" হাজার হাতের গুয়ানইন" নামক চীনের প্রথম জেড পাথরে সূক্ষ খোদাই কর্ম সম্প্রতি গিনেস রেকর্ডপঞ্জীভূক্ত করার জন্যে আবেদনের প্রক্রিয়া শুরু করা হয়েছে ।
শাংহাইয়ের প্রখ্যাত শিল্পী ইউয়ান ইয়াও এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন । তার আকার ৬╳৪╳১.৫ সেন্টিমিটার । বহুগুণের অনুবেক্ষণের সাহায্যে তা স্পষ্টভাবে দেখা যায় ।জ্যাডিয়েটটির সামনের পিঠে খোদাই আছে বসানো অবস্থায় একজন হাজার হাতের গুয়ানইন । বিক্ষিপ্ত অবস্থায় প্রসারিত ৩৮টি হাতে রয়েছে লম্বা বন্দুক , তলোয়ার, বৌদ্ধ মুক্তা ইত্যাদি হাতিয়ার । অন্য হাতগুলোতে একেকটি চোখ খোদাই আছে । জ্যাডিয়েটটির পেছনের পীঠে খোদাই আছে ২৬০ শব্দবিশিষ্ট বৌদ্ধশাস্ত্র ।
শিল্পী ইউয়ান ইয়াও ৬ মাসেরও বেশী সময় ধরে কাজ করার পর এই শিল্পকর্ম সম্পন্ন করেছেন ।
|