চীন- সোভিয়েত ইউনিয়ন অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়
১৯৫৯ সালের ৭ ফেব্রুয়ারী চীনের তত্কালীণ প্রধান মন্ত্রী চৌ এন লেই আর প্রাক্তন সৌভিয়েত ইউনিয়নের তত্কালীণ মন্ত্রীসভার চেয়ারম্যান হেলোসোফের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী, ১৯৫৯ সাল থেকে ১৯৬৭ সাল পযর্ন্ত সোভিয়েত ইউনিয়ন চীনকে বেশ কয়েকটি বিরাটাকারের শিল্প-প্রতিষ্ঠান আর বিদ্যুত কেন্দ্র নির্মাণ করতে সাহায্য করে।
জাপান উত্তর অঞ্চলের ভূমি দিবস নিধার্রন করে
১৯৮১ সালের ৭ ফেব্রয়ারী জাপান সরকারের মন্ত্রী সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে , উত্তর অঞ্চলের ভুমি ফিরে আনার আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ৭ ফেব্রয়ারী উত্তর অঞ্চলের ভূমি দিবস হিসেবে গণ্য করা হয়।
মানব জাতি প্রথমবার মহাকাশে হাঁটানোর পরীক্ষা করে
১৯৮৪ সালের ৭ ফেব্রয়ারী দু'জন মার্কিন নভোচারী নভোযান থেকে মহাশুণ্যে বের হয়ে ১৭০ মিটার দূর পর্যন্ত হাঁটাহাঁটি করেন। এটা মহাশুণ্যে মানব জাতির প্রথম হাঁটাহাঁটি।
খুনমিং স্ট্যাডিয়ামে সংঘটিত একটি দুর্ঘটনায় ৮জনের প্রাণহানি
১৯৮৫ সালের ৭ ফেব্রুয়ারী খুনমিং স্ট্যাডিয়ামে ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়। খেলা শেষে বৃষ্টি পড়ে। শ্রোতাদের ঠেলাঠেলিতে আটজন লোক পদপিষ্ট হয়ে মারা যায়।
ব্রিটেনের প্রধান মন্ত্রীর ভবন আইরিশ রিপাবলিকান আর্মির (আইআরএ ) শিকার হয়
১৯৯১ সালের ৭ ফেব্রুয়ারী, আইজল্যান্ডের প্রজাতন্ত্র বাহিনী লন্ডনের উপর ধারাবাহিক সন্ত্রাসী আক্রমণ চালায়। ব্রিটেনের প্রধান মন্ত্রীর ভবনও আইআরএর বোমা হামলার শিকার হয়।
অলিম্পিক গেমস উদ্বোধন
১৯৫৯ সালের ৭ ফেব্রুয়ারী ১৬তম অলিম্পিক গেমস অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হয়। ৭০টি দেশ আর অঞ্চলের ৩১৮০ জন ক্রীড়াবিদ সেবারকার অলিম্পিক গেমসে যোগ দেন। সোভিয়েত ইউনিয়ন দল ৩৭টি স্বর্ণপদক অজর্ন করে প্রথম স্থান পায়। চীনের অলিম্পিক কমিটি নিমন্ত্রণের চিঠি পায়। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি দুটো চীন সৃষ্টি করেছে বলে চীন দল সেবারকার অলিম্পিক গেমসে অংশ নিতে অস্বীকার করে। চীনের তাইওয়ান ২৫জন পুরুষ ক্রীড়াবিদকে পাঠায়। কিন্তু তারা কোন পদক পাননি।
ইতালিতে দেশ-কাঁপানো তেল পাচার ঘটনা উদ্ঘাটন করা হয়
১৯৮০ সালের ৭ ফেব্রুয়ারী ইতালিতে সারা দেশ কাঁপানো তেল পাচার ঘটনা উদ্ঘাটন করা হয়। এই কেলাংকারীর সঙ্গে বেশ কয়েক জন সরকারী কর্মকর্তা জড়িত ছিলেন। সত্তর জনের বেশী লোককে গ্রেফতার করা হয়।
প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের সত্যতা প্রকাশিত হয়। এই শোচনীয় ঘটনায় সোভিয়েত ইউনিয়নের ক্ষেপণাস্ত্র বাহিনীর প্রধান মারা যান। উত্ক্ষেপন কেন্দ্রে কর্মরত কর্মচারীরা কেউ মৃত্যু থেকে রেহাই পায়নি।
চীনের জাতীয় গণ কংগ্রসের তৃতীয় অধিবেশন পেইচিংএ অনুষ্ঠিত হয়।
১৯৮০ সালের ৭ ফেব্রুয়ারী চীনের পঞ্চম জাতীয় গণ কংগ্রেসের তৃতীয় অধিবেশন পেইচিংএ অনুষ্ঠিত হয়।
|