জাতিসংঘের মহাসচিব কফি আনান ৬ ফেব্রুয়ারী তাঁর মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে হাইতির জনগণের উদ্দেশ্যে ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য হাইতির নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বলে হয়েছে, গণতান্ত্রিক নির্বাচনে হাইতিকে নতুন সুযোগ নিতে হবে। তাতে হাইতির হিংসাত্মক কর্মকান্ড দূর হবে এবং এটা শান্তি ও স্থিতিশীল ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিবৃতিতে হাইতির জনগণের উদ্দেশ্যে সক্রিয়ভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার ব্যবহার করা, এর সঙ্গে সঙ্গে বিভিন্ন পন্থীদের উদ্দেশ্যে নির্বাচনের ফলাফলকে সম্মান করার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে, হাইতিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী হাইতি সরকারকে যথাসাধ্য সমর্থন করবে। যাতে অবাধ ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করা যায়।
|