মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র স্কট্ট ম্যাক্লেলান ৬ ফেব্রুয়ারী ইরানের পারমাণবিক তত্পরতা পুনরুদ্ধারের সিদ্ধান্তের নিন্দা করেছেন। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত হচ্ছে আন্তর্জাতিক সমাজের প্রতি হুমকি ও আন্তর্জাতিক মতামতকে অবজ্ঞা করা।
ইরান পারমাণবিক তত্পরতা পুনরুদ্ধার করার সিদ্ধান্ত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। একইদিনে ম্যাক্লেলান সংবাদ মাধ্যমকে বলেছেন, ইরানের এ তত্পরতা নিজেই এক অচলাবস্থার সৃষ্টি করেছে।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিষদ ৪ ফেব্রুয়ারী ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ব্রিটেন, ফ্রান্স, জার্মানী উত্থাপিত সংশ্লিষ্ট ইরানের পারমাণবিক সমস্যার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পরিষদ ইরানের পারমাণবিক সমস্যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পেশ করার সিদ্ধান্ত নিয়েছে। তারপর ইরান পারমাণবিক সমস্যায় সকল স্বেচ্ছাকৃত সহযোগিতা বন্ধ করার কথা ঘোষণা করে।
|