দক্ষিণ কোরিয়ার অভিশংসক সংস্থার ৬ ফেব্রুয়ারি প্রকাশিত তদন্তের ফলাফলে জানা গেছে যে, দক্ষিণ কোরিয়ার সিউল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুয়াং উ সুক সম্ভবত সরকারি ও বেসরকারি গবেষণার অর্থ অপব্যবহার করেছেন, এই অংক প্রায় ৭ বিলিয়ন উয়ন, অর্থাত ৭.২ মিলিয়ন মার্কিন ডলার।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা অভিশংসক বিভাগের একজন উচ্চপদস্থ নিরীক্ষকের কথা উদ্ধৃত করে বলেছে, এ পর্যন্ত অধ্যাপক হুয়াংয়ের পাওয়া সরকারি ও বেসরকারি অর্থ মোট ২৪.৬ বিলিয়ন উয়ন। এর মধ্যে শুধু ১৬.৪ বিলিয়ন উয়নের হিসাব পাওয়া গিয়েছে। তিনি আরো বলেছেন, অধ্যাপক হুয়াং বাকি টাকা নিজের এ কাউন্টে রেখেছেন বলে সন্দেহ করা হচ্ছে।
অভিশংসক সংস্থা বলেছে যে, অধ্যাপক হুয়াং বাকি টাকা নিজের একাউন্টে রেখেছেন কিনা তা এখনো স্থির হয়নি, কিন্তু এ ব্যাপারে নিশ্চয় কিছু সমস্যা আছে।
|