৫ ফেব্রুয়ারী তাইপেইতে একটি আলোচনা সভায় চীনের মূল ভূখন্ডে পুঁজি বিনিয়োগকারী কিছু সংখ্যক তাইওযানী ব্যবসায়ী বলেছেন , তাঁদের অভিন্ন আশা-আকাংক্ষা হচ্ছে এই যে , তাইওয়ান প্রণালীর দুই তীরের মধ্যে বাণিজ্য, ডাক ও বিমান চলাচল বাস্তবায়িত হবে এবং তাইওয়ান কর্তৃপক্ষ মূল ভূখন্ডে তাইওয়ানের বাণিজ্য ও অর্থনীতি এবং পুঁজি বিনিয়োগ সংক্রান্ত নীতি আরো শিথিল করবে ।
আলোচনা সভায় তাইওয়ান শিল্প সাধারণ সমিতির ভাইস চেয়ারম্যান ছেন উ সুং আশা প্রকাশ করে বলেছেন , তাইওয়ান কর্তৃপক্ষ দুই তীরের বাণিজ্যের জন্যে আরো ব্যাপক কাঠামো খুলে দেবে , মূল ভূখন্ডের সংগে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয় নিয়ে সংলাপ চালাবে , দুই তীরের মধ্যে সরাসরি বিমান চলাচল চালু করবে এবং তাইওয়ানী ব্যবসায়ীদের জন্যে আরো কার্যকর ও উত্কৃষ্ট পরিবেশ গড়ে তুলবে ।
|