ডেনমার্ক, ব্রিটেন, জার্মানী, যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া প্রবাসী চীনারা সম্প্রতি পৃথক পৃথকভাবে আলোচনা সভা করে চীনের সাবেক প্রেসিডেন্ট চিয়াং জেমিনের "চীনের একায়ন বাস্তবায়নের জন্য অবিরাম প্রচেষ্টা চালান" নামক ভাষণ প্রকাশের ১১শ বার্ষিকী উদযাপন করেছেন।
ডেনমার্কের প্রবাসী চীনাদের মতে চিয়াং জেমিনের ভাষণ তেং শিয়াও ফিংয়ের "শান্তিপূর্ণ একায়ন, এক দেশ দুই ব্যবস্থা" ধারণার সম্প্রসারণ, তাতে চীন সরকার একায়নের সংকল্প বোঝা যায়।
ব্রিটেনের প্রবাসী চীনারা লন্ডনে আয়োজিত আলোচনায় তাইওয়ানের নেতা ছেন শুই বিয়েনের "নববর্ষের ভাষণ"এর তীব্র নিন্দা করেছেন।
জার্মানীর প্রবাসী চীনাদের মতে চিয়াং জেমিন ও হু চিন থাওয়ের ভাষণ এবং "রাষ্ট্র বিভক্তি-বিরোধী আইন" স্বাধীন-তাইওয়ান পন্থীদের প্রয়াসকে প্রতিহত করেছে।
|