জাপানের সংবাদ মাধ্যমের ৬ ফেব্রুয়ারীর খবরে প্রকাশ , নতুনতম জনমত অনুযায়ী জুনিচিরো কোইজুমির সমর্থন-হার ৪৫শতাংশে নেমেছে । গত বারের জনমতের চেয়ে এই হার ১৪ শতাংশ কম ।
জাপানের অর্থনৈতিকবার্তা সংস্থার ২ থেকে ৫ ফেব্রুয়ারী পর্যন্ত চালানো এক জরীপ থেকে জানা গেছে যে , ৪৩ শতাংশ লোকজুনিচিরো কোইজুমিকে সমর্থন করেন না , এই হার গতবারের চেয়ে ৯ শতাংশ বেশী । এর মধ্যে ৪৪ শতাংশ লোক মনে করেন যে , জুনিচিরো কোইজুমির মন্ত্রীসভার নীতি তেমন ভাল নয় ।
নিহোন কেইজাই শিম্বুন পত্রিকার বিশ্লেষণ হচ্ছে, লাইভডোরকোম্পানি "স্টোক এক্সচেন্জ আইন" ঘটনা এবং জাপানের আবার যুক্তরাষ্ট্রের গোমাংস আমদানি বন্ধ প্রভৃতি সমস্যার সঙ্গে জড়িত হওয়ার সন্দেহে জুনিচিরো কোইজুমির সমর্থনবিপুলমাত্রায় হ্রাস পেয়েছে । ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি যদি ভালভাবে সমস্যাগুলো সমাধান না করে তাহলে জুনিচিরো কোইজুমি প্রশাসনের ভিত্তি বিনষ্ট হতে পারে ।
|