জাপানের পররাষ্ট্রমন্ত্রী আসো তারো জাপানের আগ্রাসী ইতিহাস আর তাইওয়ানে জাপানী ঔপনিবেশিক শাসনকে সুন্দর প্রলেপ দেয়ার লক্ষ্যে যে বক্তব্য প্রকাশ করেছেন , তার প্রতিবাদে চীনের মূলভূভাগের পন্ডিত আন্ লেন্ উল্লেখ করেছেন , জাপানের পররাষ্ট্রমন্ত্রীর এই কার্যকলাপে নিছক কালোকে সাদা আর সাদাকে কালো করে দেখানো হয়েছে ।
খবরে প্রকাশ , জাপানের পররাষ্ট্রমন্ত্রী আসো তারো ৪ ফেব্রুয়ারী বলেছেন , আজ তাইওয়ানে যে এত উচ্চ শিক্ষার মান রয়েছে , তার মূলে রয়েছে জাপানের ঔপনিবেশিক শাসন ।
তিনি বলেছেন , জাপানী উপনিবেশিকরা তাইওয়ানে যে শিক্ষা ব্রত উন্নয়ন করেছিলেন , তার উদ্দেশ্য তাইওয়ানের জনগণের সাংস্কৃতিক উত্কৃষ্টতা উন্নত করা তা নয় , বরং তার ঔপনিবেশিক শাসনের পরিসেবার জন্য প্রয়োজনীয় সেবাদাস তৈরী করা ।
|