৬ ফেব্রুয়ারী চীনের রাষ্ট্রীয় পরিবেশ সুরক্ষা প্রশাসন সম্প্রতি চীনে সংঘটিত ৬টি আকষ্মিক পরিবেশ দুর্ঘটনার তথ্য প্রকাশ করেছে ।
গত নভেম্বর মাসে উত্তর-পূর্ব চীনের সুং হুয়া নদীতে গুরুতর পানি দূষণের ঘটনা ঘটেছে , এটিও আকষ্মিক পরিবেশ ঘটনার ক্ষেত্রে গণ-উত্কণ্ঠা সৃষ্টি করেছে । এর পর দু'মাসে চীনের রাষ্ট্রীয় পরিবেশ সুরক্ষা ব্যুরো বিভিন্ন ধরনের পরিবেশ দুর্ঘটনা সম্পর্কিত মোট ৪৫টি রিপোর্ট পেয়েছে । ৬ ফেব্রুয়ারী বেশ গুরুতর কয়েকটি দুর্ঘটনার তথ্য প্রকাশ করেছে । এসব ঘটনা বিভিন্ন প্রদেশে ঘটেছে । ঘটনা ঘটার পর সংশ্লিষ্ট আঞ্চলিক সরকার আকষ্মিক পরিস্থিতি মোকাবেলার ব্যবস্থা নিয়ে কার্যকরভাবে এসব ঘটনার অবনতি নিয়ন্ত্রণ করেছে ।
পরিবেশ সুরক্ষা প্রশাসনের কর্মকর্তা জানিয়েছেন , এসব ঘটনা থেকে জানা গেছে , ভবিষ্যতেও চীনে এমন ঘটনা ঘটার সম্ভাবনা আছে , বিভিন্ন অঞ্চলের উচিত পরিবেশের তত্ত্বাবধান জোরদার করা এবং জনগণকে পরিবেশ সম্পর্কিত তথ্য জানানো ।
|