ম্যাকাও বিমানবন্দর সম্প্রসারণেম্যাকাও বিশেষ প্রশাসনিক এলাকা ৬ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করবে ।
বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেছেন , বৃহত্তম যাত্রীবাহী বিমান-- এয়ার বাস-এ-৩৮০-র উঠা নামার সুবিধা এবং বিমান বন্দরের যাত্রীগ্রহণের বার্ষিক ক্ষমতা আড়াই কোটি বাড়িয়ে দেয়ার জন্যে ম্যাকাও আন্তর্জাতিকবিমান বন্দর সম্প্রসারণ করা হবে ।
পরিসংখ্যান থেকে জানা গেছে , গত বছর ম্যাকাও আন্তর্জাতিকবিমান বন্দর মোট ৪২ লক্ষ ৫০ হাজার যাত্রী পরিবহন করেছে ।
এখন ম্যাকাও আন্তর্জাতিক বিমানবন্দর ম্যাকাওয়ের আমদানি-রপ্তানি , পর্যটকের গমনাগমনের এক গুরুত্বপূর্ণ বন্দর এবং প্রণালীর দুপারের সফর বিনিময়ের এক প্রধান ট্রানজিট বিমান বন্দরে পরিণত হয়েছে । ম্যাকাও আন্তর্জাতিক বিমান বন্দরেমোট ৮টি বিমান কোম্পানি পরিবহনের কাজ চালাচ্ছে ।
|